তাইওয়ানে ভেঙ্গে পড়লো বিশালাকার ক্রেন

|

তাইওয়ানের ব্যস্ততম বন্দর কাওসিয়াং এ ভেঙ্গে পড়লো বিশালাকার ক্রেন। বৃহস্পতিবারের (৩ জুন) দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে এবং এখনো ধ্বংসস্তুপের নিচে আটকে আছে আরও দু’জন।

বন্দর কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা নাগাদ পণ্যবাহী জাহাজ ‘ডারবান’ সমুদ্র বন্দর ছেড়ে যাচ্ছিলো। সে সময়ই জেটি লাগোয়া ক্রেনটিতে ধাক্কা লাগে জাহাজের। এর ফলে দুটি পণ্য বোঝাই কন্টেইনারসহ ভেঙ্গে পড়ে ক্রেনটি। চারপাশে বহু মানুষ থাকলেও দ্রুত তারা সরে যেতে সক্ষম হন। তবে গুরুতর আহত হন ৫৮ বছর বয়সী শ্রমিক ঝ্যাং। তিনি ডান বাহুতে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরে লিন এবং ইয়াং নামের দুই ইঞ্জিনিয়ার ক্রেনের ভিতরে আটকা পড়েছিল। উদ্ধারকর্মীরা একটি ৬০ মিটার লম্বা করেন ব্যবহার করে তাদের বের করতে সমর্থ হয়েছে।

জানা গেছে, এই দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ বন্দরে পণ্য ওঠানামা বন্ধ ছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply