নেপাল সেনাবাহিনীর কাছে জরুরি চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বন্ধুত্বের নিদর্শন সরূপ এসব সুরক্ষা সামগ্রী দেয়া হয়।
বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নেপালের অ্যাম্বাসেডরের কাছে বিভিন্ন চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। এসবের মধ্যে জরুরি ওষুধ, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক ইত্যাদি রয়েছে।
সম্প্রতি বিভিন্ন দেশে বিপদজনকভাবে বিস্তার লাভ করেছে করোনা ভাইরাস। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নেপালেও করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যাশা, করোনা সংক্রমণ রোধে এসব চিকিৎসা সামগ্রী নেপাল সেনাবাহিনীকে কোভিড মোকাবেলায় সহায়তা করবে।
Leave a reply