প্রকাশ হলো বছরের আলোচিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’র ট্রেলার। যেখানে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি ও জোভানের মতো তারকারা।
একদিন একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার হলো একটি লাশ। জানা গেলো শহরের সুপরিচিত মডেল সে। এরপর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে নামে পুলিশ। এমনই এক রহস্যঘেরা গল্প নিয়ে তৈরি হয়েছে ‘মরীচিকা’।
মরীচিকার দুই মিনিটের ট্রেলারে দেখা গেছে ভিলেনরূপী নিশো, পুলিশের বেশে সিয়াম এবং মডেল চরিত্রে মাহিকে। এতদিন অভিনেতা জোভানের চরিত্রটি আড়ালে থাকলেও ট্রেলারে তাকেও দেখা গেছে। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব সিরিজের চিত্রনাট্য রচনাও তারই।
উল্লিখিত তারকারা ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে নাজনীন চুমকি, শিমুল খান, আবদুল্লাহ রানা ও আরও অনেককে।
সিরিজটি আগামী ঈদুল আযহাকে সামনে রেখে ওটিটি প্ল্যাটর্ফম চরকি’র উদ্বোধনী দিনে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
Leave a reply