খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

|

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় কেবিনে নেয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কেবিনে স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে। গত ২৭ এপ্রিল খালেদা জিয়া ওই হাসপাতালে ভর্তি হন। ৬ দিন পর শ্বাসকষ্ট অনুভব করলে তাকে করোনারী কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। করোনামুক্ত হন ৯ মে।

বিএনপি মহাসচিব জানান, কেবিনে নেয়া হলেও আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে খালেদা জিয়াকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply