সিমোনে ইনজাগিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। লাৎসিও’র সাবেক এই কোচের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে ক্লাবটি।
এর আগে ১১ বছর পর ইন্টার মিলানকে লিগ শিরোপা এনে দিয়ে কোচের পদ থেকে সরে দাড়ান অ্যান্তোনিও কন্তে। আর্থিক সংকটের কারণে ক্লাবটির নেয়া পরিকল্পনায় হতাশ হয়ে এমন সিদ্ধান্ত নেন তিনি। তার বিকল্প হিসেবে ইতালির সাবেক স্ট্রাইকার ইনজাগিতেই আস্থা ইন্টার মিলানের।
গত সপ্তাহে খেলোয়াড় ও কোচ হিসেবে লাৎসিও’র সঙ্গে ২২ বছরের সম্পর্কের ইতি টানেন ইনজাগি। খেলোয়াড় জীবনে ক্লাবটির হয়ে একটি সিরি-আ ও তিনটি ইতালিয়ান কাপের শিরোপা জেতেন তিনি। এরপর কোচ হিসেবে জেতেন একটি ইতালিয়ান কাপ ও দু’টি ইতালিয়ান সুপার কাপ। তার অধীনেই ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলে লাৎসিও।
Leave a reply