Site icon Jamuna Television

রাজধানীর যে এলাকাগুলোতে গ্যাস থাকবে না শনিবার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এই কাজের জন্য আগামী শনিবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টা এর আওতাভুক্ত এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, তেজকুনিপারা, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কাওরান বাজার, খ্রিস্টান পাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান এলাকা, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ ও কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকার গ্রাহকরা এই সাময়িক সমস্যার আওতাভুক্ত থাকবে।

এছাড়াও উল্লিখিত স্থানসমূহের আশেপাশের এলাকায়ও গ্রাহকদের গ্যাসের কম চাপ থাকতে পারে বলে জানিয়েছে ওই কর্তৃপক্ষ।

Exit mobile version