কোভিড নাইন্টিনের যে কোনো ধরনের চেয়ে ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্টকেই সবচেয়ে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন গবেষকরা।
ব্রিটিশ ও ভারতীয় গবেষকরা জানান, অন্যান্য ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক এই ডেল্টা। বি-১৬১৭২ নামের ভাইরাসের এই ধরনটি ব্রিটিশ কিংবা আফ্রিকান ধরনের চেয়ে অন্তত দ্বিগুণ ক্ষমতাসম্পন্ন।
মানবদেহে এট খুবই দ্রুত ছড়ায়। ফুসফুসের পাশাপাশি যকৃত, মস্তিষ্ক এবং হৃদযন্ত্র বিকল করে দেয় এই ধরনের ভাইরাস। ফলে আক্রান্তের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় কয়েকগুণ।
ভারতের সবগুলো রাজ্যেই ছড়িয়ে পড়েছে ডেল্টা। তবে দিল্লি, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাতে এর সংক্রমণ সবচেয়ে বেশি।
তবে সম্প্রতি বাংলাদেশেও বেশ কয়েকটি নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত করা গেছে। দ্রুত সংক্রমণশীল এই ধরনটি থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন একমাত্র পথ।
Leave a reply