মৃত্যুপুরীতে কোপা আমেরিকা

|

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এবারের কোপা আমেরিকার আসরটি বসতে যাচ্ছে এক সাক্ষাৎ মৃত্যুপুরীতে। করোনায় প্রায় পৌনে পাঁচ লাখ মৃত্যু দেখা ব্রাজিলে হবে এবারের আসর। এ নিয়ে দেশবাসীর তীব্র সমালোচনার মুখে ব্রাজিল প্রেসিডেন্ট বোলসোনারো। তার একঘেয়ে আচরণে অসহায় সাধারণ মানুষ থেকে আইনপ্রণেতারা। তারা কেউই চান না করোনার এই ভয়াবহতার মাঝে কোপা আমেরিকার আয়োজক হোক ব্রাজিল।

শতবর্ষী টুর্নামেন্ট কোপা আমেরিকা নিয়ে যেন একদম ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থায় আছে লাতিন আমেরিকার দেশগুলো। যার শুরুটা কলম্বিয়ার নাম প্রত্যাহার দিয়ে। একই পথে হাঁটে অপর আয়োজক আর্জেন্টিনা। এরপরই আসল চমক। আয়োজক হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করে কনমেবল।

১৩ জুন থেকে দেশটির চারটি ভেন্যুতে মাঠে গড়াবে এ আসর। আর এ নিয়ে খোদ ব্রাজিলেই চলছে তীব্র সমালোচনা। করোনায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় পৌনে পাঁচ লাখ মৃত্যু দেখেছে দেশটি। ফাঁকা নেই আইসিইউ বেড। জুনে তৃতীয় ঢেউয়ের শঙ্কায় ঘুম হারাম ব্রাজিলবাসীর। এই পরিস্থিতির মাঝে কোপা আমেরিকার আয়োজক হওয়াকে স্বাগত জানাতে পারছেনা ফুটবল পাগল দেশটির সাধারণ মানুষ।

ক্ষোভের সাথে তারা বলছে, আমরা জানি, কী কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। চিলি, উরুগুয়ে, আর্জেন্টিনা কেউই যেখানে রাজি হয়নি সেখানে বোলসোনারো কেন রাজি হলেন?

তারা আরো বলেন, এটা সম্পূর্ণই একটা হঠকারী সিদ্ধান্ত। অন্য দেশগুলো তাদের জনগণের সুরক্ষা নিশ্চিতে আন্তরিক। আর ব্রাজিলে মৃত্যুর মহোৎসব নিয়ে চলছে রাজনীতি।

এর আগে করোনা নিয়ে প্রেসিডেন্ট বোলসোনারোর একঘেয়ে সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে ব্রাজিলবাসীকে। এবার কোপা আমেরিকা নিয়েও তার হটকারী সিদ্ধান্তের সামনে অসহায় খোদ দেশটির আইনপ্রণেতারা।

ব্রাজিলের সিনেটর রেনান কালহেরোস আক্ষেপ করে বলেন, প্রেসিডেন্ট, স্বাস্থ্যমন্ত্রী বা ফুটবল ফেডারেশন কেউই আমাদের কথা শুনছে না। তাই ফুটবলার, কোচ, বিশেষ করে নেইমারের কাছে দাবি জানাচ্ছি, দয়া করে এই সিদ্ধান্তে রাজি হয়ো না।

স্বস্তিতে নেই অংশগ্রহনকারী দেশগুলোও। বিশেষ করে এই মৃত্যুপুরীতে খেলা নিয়ে শঙ্কায় কোচ ও ফুটবলাররা। সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রো।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, আমরা হয়তো খেলতে যাবো। তবে এটা ঠিক, কোপার আয়োজক হিসেবে এই মুহূর্তে ব্রাজিল কোনভাবেই আদর্শ জায়গা হতে পারে না। আমরা উদ্বিগ্ন।

রিও ডি জেনেরো সহ তিনটি শহরে হবে এবারের কোপা আমেরিকা। তবে সবচেয়ে আধুনিক স্টেডিয়ামের শহর সাও পাওলো রাজি হয়নি ম্যাচ আয়োজনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply