Site icon Jamuna Television

দেশে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

দেশে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ১২ হাজার ৭৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০.৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৫১ টি।

শুক্রবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৭ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এনএনআর/

Exit mobile version