ট্রাম্পকে ২ বছরের জন্য নিষিদ্ধ করলো ফেসবুক

|

আমেরিকার সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কমপক্ষে ২ বছরের জন্য নিষিদ্ধ করলো ফেসবুক।

এবছর জানুয়ারিতে ক্যাপিটাল হিল সহিংসতায় মদদ দেয়ার কারণে ফেসবুকের সকল প্ল্যাটফর্ম থেকে সাময়িক বরখাস্ত হয়েছিল ট্রাম্প। রাষ্ট্রপতি নির্বাচনে তার উস্কানিমূলক মন্তব্যের কারণেই অ্যাকাউন্ট সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তাই ২ বছরের নিষেধাজ্ঞা ৭ জানুয়ারি থেকে কার্যকর হবে। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। খবর আনন্দ বাজার পত্রিকা

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ জানিয়েছে, ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা চাপানোর কারণগুলো গুরুতর। আমরা বিশ্বাস করি যে তার পদক্ষেপগুলো আমাদের বিধিনিষেধ কঠোর ভাবে লঙ্ঘন করেছে। তাই তার ওই পদক্ষেপ শাস্তি যোগ্য।

ফেসবুক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যখন তাদের মনে হবে জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে তখন ট্রাম্পের উপরে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply