কাশ্মীর ইস্যুতে ভারত রোডম্যাপ দিলে আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তান: ইমরান

|

কাশ্মির ইস্যুতে ভারত রোডম্যাপ দিলে চিরবৈরী প্রতিবেশীর সাথে আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তান। শুক্রবার বার্তা সংস্থা- রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি জানান, উপত্যকার স্বায়ত্বশাসন কেড়ে নিয়ে সীমারেখা লঙ্ঘন করেছে ভারত। তার সমাধানে পাকিস্তানের সাথে সংলাপে ফিরতে হবে দেশটিকে। ইমরান খান আরও বলেন, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কোন্নয়নে নমনীয় অবস্থানে রয়েছে তার সরকার। সেটি বোঝাতে ইউরোপীয় ইউনিয়নের উদাহরণও দেন তিনি। বলেন, দারিদ্র্য দূরীকরণে জোটবদ্ধ থাকার বিকল্প নেই।

২০১৯ সালের আগস্টে পুলওয়ামায় ভারতীয় সামরিক বাহিনীর ওপর হামলার পর পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায় মোদি সরকার। এরপরই নতুনভাবে শুরু হয় টানাপোড়েন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply