করোনা সংক্রমণের হটস্পট কয়েকটি জেলার একটি নওগাঁ। অথচ গেল ২৪ ঘণ্টায় সে জেলায় একটি নমুনাও সংগ্রহ করা হয়নি। এমনকি বন্ধ ছিলো র্যাপিড এ্যান্টিজেন টেস্ট। এ অবস্থায় অধরা থেকে যাচ্ছে সংক্রমণের বিস্তার।
নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আবু হানিফ জানান, শুক্রবার ছুটির দিন থাকায় নমুনা সংগ্রহ হয়নি। তবে আগামী সপ্তাহ থেকে শুক্রবারেও নমুনা সংগ্রহ কার্যক্রম চালু থাকবে।
অন্যদিকে, জেলায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় চলছে বিশেষ লকডাউনের তৃতীয় দিন। আজও বাইরে থেকে মানুষ নানা ভাবে শহরে যাতায়াত করছে। পুলিশের চেক পোষ্ট এড়িয়ে পাড়া মহল্লার সড়ক ব্যবহার করে চলছে অটোরিকশাসহ ছোট যানবাহন। শহর এড়িয়ে পাশ দিয়ে চলাচল করছে আন্তঃজেলা ও দূর পাল্লার সব ধরনের পরিবহন। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকান ও বিপণী বিতান বন্ধ রয়েছে।
Leave a reply