রাজশাহী মেডিকেলে ১৩ দিনে করোনায় মৃত্যু ১০১, শনাক্তের হার ৪৬ শতাংশ

|

রাজশাহী অঞ্চলে সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১৩ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহেই মারা গেছে ৬৪ জন। শনাক্তের হার বেড়ে হয়েছে ৪৬ শতাংশ।

দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে সংক্রমণের ঊর্ধ্বগতি থাকলেও এখন তার সাথে যুক্ত হয়েছে মৃত্যুর রেকর্ডের শঙ্কাও।

দ্বিতীয় ঢেউয়ে ৪টি ওয়ার্ডে মোট ২৩২ জন রোগীর চিকিৎসার সক্ষমতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট চালু হয়। সেই সক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় আরও একটি সাধারণ ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে। তবে তাতেও সম্ভব হচ্ছে না কোভিড আক্রান্তদের জন্য বেড সরবরাহ। এমনই তথ্য জানিয়েছেন রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জেলা প্রশাসক আবদুল জলিল জানিয়েছেন, রাজশাহী মেডিকেলের সক্ষমতা কমে যাওয়ায় চিকিৎসাসেবাকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাতে গত ২৫ মে স্থানীয় সদর হাসপাতালকে সাধারণ রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে তারা।

প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, স্বাস্থ্যবিধি মানানোই এখন তাদের বড় চ্যালেঞ্জ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply