চীনের ইউনান প্রদেশে লোকালয়ে বুনো হাতির পাল ঢুকে পড়ার ঘটনা আলোড়ন তৈরি হয়েছে দেশটিতে। মূলত বাসস্থান ধ্বংস হওয়ায়, বনভূমি ছেড়ে হাতিগুলো বেরিয়ে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বলছেন, ক্রমাগত বন ধ্বংসের কারণে খাদ্য ও পানীয় সংকটে প্রাণীকূল। প্রাণীদের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে বনভূমি এলাকা। এসব কারণে অনেক সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণীরা। অনেকে অবশ্য বলছেন, ভুল করেই দীর্ঘ ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে হাতির পাল।
এদিকে বুনো হাতিগুলোকে অভয়ারণ্যে ফিরিয়ে নিতে মোতায়েন করা হয়েছে ১০৬টি গাড়ি, ১৪টি ড্রোন এবং ৬৩০ জন নিরাপত্তা রক্ষী। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয়দের।
এর আগে ২০১৯ সালে একই প্রদেশে বুনো হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে অন্তত ১২ জনকে হত্যা করেছিল।
এনএনআর/
Leave a reply