কোভিড পরিস্থিতি বিবেচনায় বর্তমান বাজেট ভালো হয়নি, মন্তব্য বিশিষ্টজনদের

|

কোভিড পরিস্থিতি বিবেচনায় বর্তমান বাজেট ভালো হয়নি, মন্তব্য বিশিষ্টজনদের

কোভিড পরিস্থিতি বিবেচনায় ২০২১-২০২২ অর্থবছরে ভালো বাজেট হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, পিছিয়ে পড়া মানুষের জন্য পর্যাপ্ত সুযোগ থাকা দরকার ছিলো। স্বাস্থ্যখাতে বরাদ্দ পর্যাপ্ত থাকলেও করোনা মোকাবেলায় বাস্তবসম্মত কোনো নির্দেশনা নেই। এ খাতে ব্যয় বাড়ানোর পাশাপাশি সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান তারা।

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর আরোপের তীব্র সমালোচনাও করেন তারা। বলেন, বাজেট শিক্ষা সহায়ক হয়নি। আদিবাসী জনগোষ্ঠীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে দেওয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন নাগরিক প্ল্যাটফর্মের বক্তারা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply