মার্কিন নিষেধাজ্ঞা আর রুহানি সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনায় উত্তাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক।
শনিবার সাত পদপ্রার্থী অংশ নেন ওই বিতর্ক অনুষ্ঠানে। এরমধ্যে ৫ জনই রক্ষণশীল হিসেবে পরিচিত। এসময় নেতারা প্রেসিডেন্ট হাসান রুহানির কর্মদক্ষতা নিয়ে ব্যাপক সমালোচনা করেন। তার অদক্ষতায় দেশটির অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এমন অভিযোগ তাদের। মার্কিন নিষেধাজ্ঞা ও পশ্চিমাদের সাথে সম্পর্কের তিক্ততা বাড়ানোর জন্যও দায়ী করা হয় রুহানিকে।
বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির পক্ষই আরও শক্তিশালী হবে।
এনএনআর/
Leave a reply