জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট আগামী ২৪ জুন উন্মুক্ত করবে তাদের অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন উইন্ডোজ ১১। সেদিন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস প্যানে এই ঘোষণা দেবেন। এসব তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ।
প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট তাদের উইন্ডোজের লোগোতেও খানিকটা পরিবর্তন আনতে পারে। নতুন সংস্করণটির সাংকেতিক নাম আপাতত ‘সান ভ্যালি’ হবে বলেও শোনা যাচ্ছে। মাইক্রোসফট দুই ডিসপ্লের ডিভাইসের জন্য উইন্ডোজ ১০-এর একটি সংস্করণ তৈরির কথা ভাবছিলো। এখন এই সংস্করণের ভিজ্যুয়াল উপাদানগুলো মূল উইন্ডোজে যুক্ত করা হবে।
এরই মধ্যে উইন্ডোজ ১০-এ নতুন আইকন, ফাইল এক্সপ্লোরারের উন্নয়নসহ বেশ কিছু পরিবর্তন এসেছে। এবার উইন্ডোজের মূল অবকাঠামোতেও পরিবর্তন আনছে এই টেক জায়ান্ট। উইন্ডোজের অ্যাপ স্টোরেও পরিবর্তনের আশা করা যেতে পারে বলে জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।
Join us June 24th at 11 am ET for the #MicrosoftEvent to see what’s next. https://t.co/kSQYIDZSyi pic.twitter.com/Emb5GPHOf0
— Windows (@Windows) June 2, 2021
ইউএইচ/
Leave a reply