২০৩০ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে চায় পর্তুগাল ও স্পেন

|

জহুরুল ইসলাম মুন, লিসবন:

২০৩০ বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক হতে চায় পর্তুগাল ও স্পেন। শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে দু’দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে পর্তুগাল ও স্পেনের ফুটবল ফেডারেশন তাদের প্রার্থিতা ঘোষণা করে।

পর্তুগালের প্রেসিডেন্ট ড. মার্সেলো ডো সোসা ও স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বিশ্বকাপ আয়োজনের এ প্রার্থিতা ঘোষণায় উপস্থিত ছিলেন। এছাড়াও দু’দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফার্নান্দো গোমেস ও লুস রুবিলেস বিশ্বকাপ আয়োজনের এক যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।

২০৩০ সালের বিশ্বকাপটি হবে এই টুর্নামেন্টের শতবছরপূর্তি। বিশ্বকাপটি ঘিরে রয়েছে সকলের আলাদা চাহিদা। তাই আর্জেন্টিনা ও উরুগুয়ে ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে বেশ আগ্রহী। তবে পর্তুগাল ও স্পেন যেকোনো মূল্যে হতে চায় এই শতবর্ষী কাপের আয়োজক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply