ইয়েমেনের মারিব শহরে ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। শনিবার স্থানীয় গ্যাস স্টেশনের কাছে এ হামলা চালানো হয়।
বিকট বিস্ফোরণে আগুন ধরে যায় স্টেশনে। এসময় আশপাশে থাকা অনেকেই দগ্ধ হন। মারিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
ইয়েমেন সরকার এ হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী হুতিকে দায়ী করেছে। যদিও এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি হুতি। দেশটির তথ্যমন্ত্রী এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। ২০১৪ সাল থেকে অঞ্চলটি নিজেদের দখলে নিতে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা।
এনএনআর/
Leave a reply