বিএনপির কর্মসূচি কার বিরুদ্ধে, প্রশ্ন ওবায়দুল কাদেরের

|

অন্য ইস্যুর মতো ষোড়শ সংশোধনী বাতিলের ইস্যুও চাপা পড়ে যাবে: ওবায়দুল কাদের

খালেদা জিয়া বিরুদ্ধে আদালত রায় দিয়েছেন। আদালতের সিদ্ধান্ত না মেনে বিএনপি যেসব প্রতিবাদ কর্মসূচি দিয়েছে সেগুলো আসলে কার বিরুদ্ধে- এ প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ের আগে বিএনপি গঠনতন্ত্রের ধারা কেনো পরিবর্তন করলো? কাউন্সিল না করে গঠনতন্ত্রের এই সংশোধন বিএনপির জন্য গলারকাটা হতে পারে বলে মনে কাদের।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন নির্বাচন করতে পারবেন কি না তা আদালতের এখতিয়ার। রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত নেয়ার কিছু নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply