বিশ্বে প্রথমবারের মতো আলঝেইমারের ওষুধের অনুমোদন

|

বিশ্বে প্রথমবারের মতো আলঝেইমারের ওষুধের অনুমোদন

দীর্ঘ ২০ বছর পরীক্ষা চালানোর পর বিশ্বে প্রথমবারের মতো আলঝেইমার বা স্মৃতি শক্তি কমে যাওয়া রোগের ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ওষুধটির ছাড়পত্র দেয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ (FDA)।

এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই ওষুধটি মস্তিষ্কে আলঝেইমার সৃষ্টিকারী এক ধরনের প্রোটিন কমাতে সক্ষম।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে প্রায় এক লাখ মানুষের মধ্যে আলঝেইমারের মৃদু উপসর্গ রয়েছে। ফলে দেশটিতে এটি অনুমোদন পেলে এসব রোগীদের চিকিৎসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

অ্যাডুকেনুম্যাব নামের ওষুধটি উদ্ভাবন করেছে মার্কিন প্রতিষ্ঠান বায়োজেন। আলঝেইমার রোগে যথাযথভাবে কাজ না করায় ২০১৯ সালের মার্চে এর ট্রায়াল স্থগিত করা হয়েছিল। মস্তিষ্কের রোগ প্রতিরোধের তুলনায় ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়ার মাত্রা নিয়েও সমালোচনার মুখে পড়ে বায়োজেন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply