কানাডার অন্টারিওতে গাড়ি চাপা দিয়ে একই পরিবারের চার মুসলিম সদস্যকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাতের এ ঘটনাকে হেট ক্রাইম বলছে দেশটির পুলিশ।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, একটি শপিং মলের বাইরে ছোট পিকাপ ট্রাক নিয়ে হামলা চালানো হয় পরিবারটির ওপর। এতে গাড়ি চাপায় ঘটনাস্থলে মারা যায় শিশুসহ ৪ জন। এ ঘটনায় আহত হয়েছে ৯ বছর বয়সী এক শিশুও।
পুলিশ বলছে, পরিবারের অনুরোধে হতাহতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড এটি।
জানা যায়, মুসলিম পরিবারটি ১৪ বছর আগে পাকিস্তান থেকে কানাডায় পাড়ি জমায়। স্থানীয় মুসলিম কমিউনিটিতেও বেশ সক্রিয় ছিলো নিহতরা। ঘটনাস্থল থেকে নাথানেল ভেল্টম্যান নামের ২০ বছর বয়সী হামলাকারিকে আটক করেছে পুলিশ।
কানাডা পুলিশ স্টিফেন উইলিয়ামস জানান, বুঝতে পারছি মুসলিম কমিউনিটিকে টার্গেট করে এ হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে। আমরা চাই এখানে বসবাসকারী সব কমিউনিটির মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে। কেউ যদি প্রভাবিত হয়ে এমন কোন গোষ্ঠীর ওপর এমন ঘৃণা ছড়ায় তা কখনও সহ্য করা হবে না।
এনএনআর/
Leave a reply