দক্ষিণ আফ্রিকায় সাত বছরের জেল মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর

|

কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর প্রপৌত্রী তথা নাতনি এলা গান্ধীর মেয়ে আশিস লতা রামগোবিনের সাত বছরের জেলে দিয়েছে দেশটির আদালত।

গান্ধীর মত কোনও আন্দোলন করে জেল হয়নি তার বরং ৬.২ মিলিয়ন র‍্যান্ড বা ভারতীয় মুদ্রায় ৩.৩৩ কোটি টাকা জালিয়াতির অভিযোগে তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে ডারবানের একটি আদালত।

তদন্ত শুরুর প্রথম দিকেই আটক করা হয়েছিল গান্ধীর প্রপৌত্রী রামগোবিনকে। শেষ পর্যন্ত ব্যক্তিগত বন্ডে মুক্তি পান তিনি। কিন্তু আদালতে মামলা চলছিলো। সেই মামলার রায়ে দোষী সাব্যস্ত হন গান্ধীর প্রপৌত্রী। মামলায় তার সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।

প্রসঙ্গত, গান্ধীর দ্বিতীয় ছেলে মনিলাল গান্ধীর মেয়ে এলা গান্ধী। তিনি আবার দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সমাজকর্মী এবং প্রাক্তন সংসদ সদস্য। তারই মেয়ে লতা রামগোবিন। ইতোমধ্যে এই ঘটনা জানতে পেরে অনেকেই অবাক হয়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply