শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা ও উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছে হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আদালত বলেন, শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোন সার্বভৌম রাষ্ট্রে কারও দুই বছরের সাজা হলেই তিনি অযোগ্য বিবেচিত হবেন। এছাড়াও পাপুলের বোন যেহেতু সংক্ষুব্ধ ব্যক্তি না তাই তিনি রিটটি করতে পারেন না।
ঘুষ লেনদেনের দায়ে কুয়েতের আদালতে দণ্ডিত হয় শহিদ ইসলাম পাপুল। পরে গত ২২ ফেব্রুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপনির্বাচনের তফসিলের বৈধতা ও আসন শূন্য ঘোষণায় চ্যালেঞ্জ করে পাপুলের বোন নুরুন্নাহার বেগম এবং ওই আসনের এক বাসিন্দা হাইকোর্টে রিটটি করেন।
এনএনআর/
Leave a reply