সাততলা বস্তিবাসীর দিন কাটছে খোলা আকাশের নিচে

|

আগুনে ক্ষতিগ্রস্ত মহাখালী সাততলা বস্তির মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। সকালের বৃষ্টিতে তাদের ভোগান্তি বাড়ে আরও কয়েকগুণ।

অনেকেই আশপাশের ভবনগুলোতে আশ্রয় নেন। আবার কেউ অবস্থান করছেন ত্রিপল টানিয়ে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এক কাপড়েই দিন কাটছে তাদের।

ঘরহীন মানুষগুলোর অভিযোগ, এখন পর্যন্ত যে ত্রাণ সহায়তা তারা পেয়েছেন তা পর্যাপ্ত নয়। খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের।

এদিকে, সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। সোমবার ভোররাতে লাগা আগুনে নিঃস্ব হয় অনেক পরিবার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply