বরিশালের পাণ্ডব-পায়রা নদীতে ১ হাজার ২৩ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করবে সরকার। জানানো হয় নলুয়া-বাহেরচর এলাকাকে যুক্ত করে সেতুটি নির্মাণ করা হবে। মঙ্গলবার (৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরও আধুনিকায়ন করা হবে। তবে এসব প্রকল্প যেন পানি প্রবাহে বিঘ্ন না ঘটায়, সেজন্য সঠিক পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেকের এই সভায় ৬ হাজার ৬৫১ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন পায়।
পাণ্ডব-পায়রা নদীতে সেতু নির্মাণের পরামর্শক খাতের ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি টাকা। অন্যদিকে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী চিলমারি বন্দরের আধুনিকায়নে ব্যয় হবে ২৩৫ কোটি টাকা। এছাড়াও সভায় ধান শুকানো, সংরক্ষণ ও আনুষাঙ্গিক সুবিধা সংক্রান্ত ৩০টি সাইলো নির্মাণের প্রস্তাবও পাশ হয়।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকের ওই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a reply