ভারতে দৈনিক করোনা শনাক্ত এক লাখের নিচে নামলো

|

ভারতে করোনা শনাক্ত রোগীর দৈনিক সংখ্যা অবশেষে এক লাখের নিচে নামলো। দুই মাসের বেশি সময় পর দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হলো।

মঙ্গলবার ৯১ হাজারের মতো মানুষের দেহে নতুন করে মিলেছে করোনা। দেশটিতে মোট শনাক্ত দুই কোটি ৯০ লাখের ওপর। এ পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেসরকারিভাবে করোনা টিকার মূল্য নির্ধারণ করা হয়েছে। দেশে উৎপাদিত কোভিশিল্ডের প্রতি ডোজ ৭৮০ রুপিতে কিনতে পারবেন ভারতীয়রা।

এছাড়া, রাশিয়ার স্পুটনিক ভি’র দাম রাখা হবে ১১শ’ ৪৫ রুপি এবং ১৪শ’ ১০ রুপি কোভ্যাক্সিনের প্রতি ডোজ। বিনামূল্যে টিকাদান কর্মসূচি ঘোষণা করলেও মূলত দরিদ্র এবং ৪৫ বছরের ওপর ভারতীয়দের ভ্যাকসিন প্রদানেই গুরুত্বারোপ করছে সরকার।

এদিকে, ২৪ ঘণ্টায়ও ভারতে প্রাণ হারিয়েছেন দু’হাজার ২১৩ জন। দেশটিতে মোট প্রাণহানি সাড়ে ৩ লাখ ছাড়ালো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply