পরমাণু চুক্তিতে ফিরলেও ইরানের ওপর অনেক নিষেধাজ্ঞাই বহাল রাখবে যুক্তরাষ্ট্র

|

ইরানের সাথে পরমাণু চুক্তিতে ফিরলেও দেশটির ওপর অনেক নিষেধাজ্ঞাই বহাল রাখবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

মঙ্গলবার সিনেটরদের বৈঠকে তিনি এ কথা জানান তিনি। পরমাণু চুক্তি- জে-সি-পি-ও-এ’তে ফেরার পক্ষে সাফাইও গান তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইরান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে তা আশঙ্কাজনক। তাদের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের স্বার্থেই যুক্তরাষ্ট্র চুক্তিতে প্রবেশ করতে পারে। তবে তেহরানের আচরণে পরিবর্তন না হলে চুক্তির বাইরের বিষয়গুলোতে একই অবস্থানে থাকবে বাইডেন প্রশাসন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply