এখন থেকে ভূমি সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নেয়া যাবে ঘরে বসে: ভূমিমন্ত্রী

|

এখন থেকে অনলাইনে ভূমি সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নেয়া যাবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার (৯ জুন) সকালে সচিবালয়ে মামলার অনলাইন শুনানির উদ্বোধনীতে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিষয়ক বিচারিক ব্যবস্থা গড়ে তুলতেই অনলাইন কার্যক্রম।

ভূমি মন্ত্রণালয়ের জন্য এটিকে মাইলফলক উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল ওয়ার্ল্ডে ভূমি মন্ত্রণালয় আর পিছিয়ে নেই।

ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মামলার অনলাইন শুনানিতে অংশ নেওয়া যাবে। সেখানে একজন নাগরিক তার তথ্য দিয়ে শুনানির অনুরোধ জানাতে পারবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply