Site icon Jamuna Television

করোনায় একদিনে ৬ হাজারের বেশি প্রাণহানি ভারতে

করোনায় একদিনে ৬ হাজারের বেশি প্রাণহানি ভারতে

বিহারে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা সমন্বয়ের পর, একদিনে ৬ হাজার ১৩৮ জনের প্রাণহানির তথ্য দিয়েছে ভারত।

গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যুবরণ করেছেন দু’হাজার ১৮৭ জন। সেটির সাথে যোগ করা হয়েছে বিহারের সংশোধিত তথ্য।

ভারতে তৃতীয় দিনের মতো নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে লাখের নিচে। বুধবারই বিহার স্বাস্থ্য অধিদফতর সংশোধিত মৃত্যু তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, মহামারিতে রাজ্যটিতে মোট প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৪২৯ জন। আগে এ সংখ্যা ছিলো সাড়ে ৫ হাজার। নতুনভাবে তালিকায় লিপিবদ্ধ হয় ৩ হাজার ৯৫১ জনের মৃত্যুর হিসাব। অবশ্য কেনো সংযুক্তিতে এতো বড় ত্রুটি ছিলো- সেটি স্পষ্ট করেনি বিহার কর্তৃপক্ষ।

করোনা মহামারিতে ভারতে মোট প্রাণহানি ৩ লাখ ৬০ হাজার ছুঁই ছুঁই। মোট সংক্রমণ ২ কোটি ৯২ লাখের কাছাকাছি।

এনএনআর/

Exit mobile version