নিষিদ্ধ হলো নাভালনি পরিচালিত দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন ‘এফবিকে’

|

নিষিদ্ধ হলো নাভালনি পরিচালিত দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন 'এফবিকে'

নিষিদ্ধ হলো রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি পরিচালিত দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন এফবিকে (FBK)। বুধবার মস্কো সিটি আদালত তাদের কর্মকাণ্ডকে ‘উগ্রবাদী’ আখ্যা দেন।

রায়ে জানানো হয়, সংস্থা সংশ্লিষ্ট মানবাধিকারকর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাজ করলে তাদের কারাভোগ করতে হবে। শুধু তাই নয়, নাভালনির রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখলেও ভবিষ্যতে প্রশাসনিক চাকরির সুযোগ হারাবেন তারা।

নাভালনির আইনজীবীরা জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

বিরোধী দলীয় নেতা নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, সরকারের দমন পীড়নে পিছিয়ে যেতে নারাজ তিনি। ১৯ সেপ্টেম্বরে রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। নাভালনির অনেক সহযোগী এতে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগেই, ভ্লাদিমির পুতিন সমালোচকদের শায়েস্তা করতে এলো আদালতের এই রায়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply