আফ্রিকান দেশ মোজাম্বিকের রাজধানীতে আবর্জনার স্তুপ ধসে প্রাণ গেছে শিশুসহ অন্তত ১৭ জনের। স্থানীয় সময় সোমবার বিকালের এ দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, টানা বর্ষণে ধসে পড়ে ৫০ ফুট উঁচু আবর্জনার স্তুপ। এর নিচে থাকা বস্তির প্রায় ৫-৬টি বাড়ি চাপা পড়ে আবর্জনায়। দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধারকাজ চালাচ্ছে। কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে, এখনও অনেকে চাপা পড়ে আছেন, এমন আশঙ্কা কর্তৃপক্ষের। ৮০’র দশকের গোড়া থেকে মোজাম্বিকের রাজধানীর গোটা বর্জ্য এখানে ফেলা হয়। প্রতিবছর বর্ষা মৌসুমে, এই এলাকার বস্তিগুলো প্রশাসন উৎখাত করলেও, আবার অস্থায়ী ঘর বানায় দরিদ্ররা।
যমুনা অনলাইন : এমআইআর/টিএফ
Leave a reply