এ সপ্তাহেও ভারতীয় মোবাইল বাজার দখল করে রেখেছে শাওমি। ভারতীয় বাজারে বর্তমানে চাহিদার শীর্ষে থাকা দশটি মোবাইল ফোনের ছয়টিই শাওমির বলে উল্লেখ করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএম অ্যারিনা। গত সপ্তাহেও এই চিত্র একই ছিল।
ভারতীয় বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শাওমির তৈরি স্মার্টফোন রেডমি নোট ১০ এবং পোকো এম ৩ প্রো। এছাড়াও শাওমির পোকো সিরিজের এক্স থ্রি প্রো এবং এফ থ্রিও আছে গ্রাহক চাহিদার শীর্ষে।
শাওমির বাইরে ভারতীয় বাজারে ক্রেতাদের পছন্দের তালিকায় সেরা দশে আছে স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি এস ২১ ফোনটি। সাত নম্বরে থাকা স্যামসাংয়ের পরই আছে রিয়েলমি এক্স সেভেন।
তবে সবাইকে ছাপিয়ে রেসের ঘোড়া হতে যাচ্ছে সদ্য বাজারে আসা ওয়ান প্লাসের নর্ড সি ই এবং পোকো এক্স থ্রি জি ফোনটি। বাজারে আসতে না আসতেই মোবাইল দুটির প্রতি মানুষের বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
Leave a reply