ইসরায়েলের জালে পর্তুগালের ৪ গোল

|

আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ইসরাইলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইউরোর প্রস্তুতি ভালোভাবেই সারলো চ্যাম্পিয়ন পর্তুগাল। পর্তুগিজদের হয়ে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস। একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং হোয়াও ক্যানসেলো।

লিসবনের দর্শকশূন্য হোসে আল্ভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল পর্তুগালের আধিপত্য। পুরো ম্যাচে প্রতিপক্ষের জালে রোনালদোর দল নিয়েছে ১৯টি শট। তবে প্রথম গোলের জন্য ৪২ মিনিট অপেক্ষা করতে হয় ইউরো চ্যাম্পিয়নদের। ক্যানসেলোর অ্যাসিস্ট থেকে স্কোর শিটে প্রথম নাম তোলেন ব্রুনো ফার্নান্দেস। ৪৪ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান এই তারকার পাস থেকে গোল করেন ইউনাইটেডের সাবেক সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এটি পর্তুগালের হয়ে রোনালদোর ১০৪ তম গোল। ৮৬ মিনিটে ক্যানসেলো আর ইনজুরি টাইমে ফার্নান্দেস করেন আরও দু’টি গোল।

আগামী মঙ্গলবার (১৫ জুন) হাঙ্গেরির বিপক্ষে এফ গ্রুপের ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে পর্তুগাল। এই গ্রুপের অন্য দুটি দল হচ্ছে ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্স।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply