শুক্রবার থেকে রাজশাহী মহানগরীতে লকডাউন শুরু হওয়ায় দেশের উত্তরপ্রান্তের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ করা হয়েছে। আম পরিবহণের ম্যাঙ্গো ট্রেনও বন্ধ থাকবে কিনা তা জানা যায়নি এখনো।
রাজশাহীতে কোভিড পরিস্থিতির বিশ্লেষণ সাপেক্ষে লকডাউনের সিদ্ধান্ত গ্রহণের পর ট্রেন যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্তও নেয়া হয়।
১০ জুন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাসজনিত রোগ (কেভিড-১৯) এর সংক্রমণের বিস্তার রোধকল্পে আগামী ১১ জুন ২০২১ তারিখ মধ্যরাত হতে ১৭ জুন ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত রাজশাহী হতে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধ থাকবে।
Leave a reply