বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনায় ১১ হাজারের বেশি প্রাণহানি

|

বিশ্বে করোনায় মোট প্রাণহানি ৩৫ লাখ ৬৪ হাজারের বেশি

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট ৩৭ লাখ ৮৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো ভাইরাসটি।

গত তিনদিন ধরে ব্রাজিলে দৈনিক মৃত্যু দু’হাজারের ওপর। একদিনে শনাক্ত হয়েছে ৯০ হাজারের মতো সংক্রমণ।

টানা দ্বিতীয় দিনের মতো করোনায় চার শতাধিক মৃত্যু লিপিবদ্ধ করলো যুক্তরাষ্ট্র। সাড়ে ১৩ হাজার মানুষের দেহে নতুনভাবে শনাক্ত হলো ভাইরাসটি।

গতকাল বৃহস্পতিবার আর্জেন্টিনায় মৃত্যুবরণ করে ৬৭০ জন আর কলম্বিয়ায় ৫৭৩ জন। দুই লাতিন দেশেই এদিন নতুনভাবে ৩০ হাজারের মতো মানুষের দেহে শনাক্ত হয় ভাইরাসটি।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সাড়ে চার লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply