টঙ্গীতে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

|

দমকল বাহিনীর কয়েক ঘণ্টার চেষ্টায় টঙ্গীতে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুন) রাতে আগুনে পুড়েছে টঙ্গীর মিলগেট এলাকার একটি গার্মেন্টসের ঝুটের গুদাম।

স্থানীয় সূত্রে জানা যায় যে, আনুমানিক রাত নয়টার দিকে অজ্ঞাত কারণে কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। এসময় গুদামের একটি কোনায় আগুন দেখতে পান শ্রমিকরা। মুহুর্তেই ছড়িয়ে পড়ে পুরো গুদামে। এসময় শ্রমিকরা বেশকিছু ঝুট বের করে নিলেও বেশিরভাগই থেকে গেছে কারখানার ভেতরেই।

শুরুতে আশপাশের কারখানা থেকে পানি নিয়ে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply