Site icon Jamuna Television

পাকিস্তানের আদালতে দুই উকিলকে গুলি করে হত্যা

পাকিস্তানের একটি আদালতে দুই উকিলকে গুলি করে হত্যা করে হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে তদন্তের জানা গেছে। হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাঞ্জাবের অতিরিক্ত সেশন জজ আদালতে মঙ্গলবার এ ঘটনাটি ঘটে। এসএসপি তদন্ত অনুসারে, হত্যাকাণ্ডের শিকার দুই জনই উকির। তারা হলেন রানা ইশতিয়াক, এবং ওয়াইস। পারিবারিক বিরোধের জেরে ইশতিয়াকের দিকে গুলি চালায় তারই আত্মীয় কাশিফ রাজপুত। মাঝে এসে পড়ায় ওয়াইসের গায়েও গুলি লাগে। তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

ঠিক একই স্থানে গত ৩১ জানুয়ারি হেড কনস্টেবল এবং পুলিশ কাস্টডিতে থাকা অভিযুক্তকে এক অস্ত্রধারী ব্যক্তি গুলি করে হত্যা করে।

যমুনা অনলাইন: এফএইচ

 

Exit mobile version