শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ: মোমেন

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

কোভ্যাক্স কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই ১০ লাখ ৮শ’ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র সফরে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সফরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যু জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ। রোহিঙ্গাদের জন্য অনেক দেশ থেকে ভ্যাকসিন পাঠানোর কথা বলা হলেও তা আশ্বাসেই সীমাবদ্ধ।

এ সময় ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ৮০ শতাংশ, আইইডিসিআরের এমন তথ্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, মাত্র ৪০ জনের ওপর পরীক্ষা চালিয়ে এমন তথ্য প্রকাশ দেশে বিদেশে আতঙ্ক সৃষ্টি করেছে। যার প্রভাব প্রবাসীদের ওপর পড়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply