গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা স্থগিত, বাড়লো আবেদনের সময়

|

ফাইল ছবি

পূর্বঘোষিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না দেশের ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা। করোনাভাইরাসের কারণে এই ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পাশাপাশি বেড়েছে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদনের সময়সীমাও। আবেদন করা যাবে আগামী ২৫ জুন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

আজ শুক্রবার (১১ জুন) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসের ১৯ তারিখ থেকে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তিন দিনে তিনটি বিভাগের এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার সমন্বয় কমিটির সচিব ওহিদুজ্জামান বলেন, করোনার জন্য এমনিতেই আমাদের কার্যক্রম স্থবির হয়ে আছে। শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলে আমরা পরীক্ষা আয়োজন করতে চাই না। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply