স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
মাদারীপুরের শিবচরে দেবরের বিরুদ্ধে ভাবিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই নারীর স্বামী বাদি হয়ে নিজের ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় অভিযুক্ত ভুক্তভোগীর মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। রাতে স্বামী বাসায় ফিরলে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে জানান।
শুক্রবার (১১ জুন) সকালে গৃহবধূর স্বামী বাদি হয়ে শিবচর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করে হোসেন বলেন, ওই গৃহবধূর মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Leave a reply