ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বলেছেন, মরহুম মাহবুবুল আলম ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামীলীগের একজন পরীক্ষিত নেতা। যিনি জনমানুষকে সাথে নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে নবীনগর আওয়ামীলীগ তথা বাংলাদেশ আওয়ামীলীগ একজন একনিষ্ঠ কর্মীকে হারিয়েছে।
আজ শুক্রবার (১১ জুন) বিকেলে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত মাহবুবুল আলমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, মাহবুবুল আলম ২০০৮ সালের ১০ জুন মারা যান। ১৯৬২ সালের হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রজীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি। ১৯৭২-৭৩ সালে নবীনগর থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন রাজনীতিবিদ। সবশেষ ১৯৮৪ সালে নবীনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৯৯২ সালে নবীনগর উপজেলা আওয়ালীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।
Leave a reply