একশ কোটি করোনা টিকা বিতরণের ঘোষণা দিলেন বিশ্বের শীর্ষ নেতারা

|

একশ কোটি করোনা টিকা বিতরণের ঘোষণা দিলেন বিশ্বের শীর্ষ নেতারা

শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের শীর্ষ সম্মেলনে বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ১ বিলিয়ন ডোজ ভ্যাকসিন বিতরণের ঘোষণা দেয়া হয়েছে।

ব্রিটেনের কর্নওয়ালে শুরু হওয়া সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে এই ঘোষণা দেন জি সেভেনে নেতারা। আলোচনার শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দরিদ্র দেশগুলোকে টিকা সরবরাহের প্রস্তাব দেন। এসময় ব্রিটেনের পক্ষ থেকে ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেয়ার কথাও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার এই প্রস্তাবে সম্মতি দেন বাকি নেতারাও। ৫শ মিলিয়ন ডোজ টিকা সরবরাহের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

২০২২ সালের মধ্যে পুরো বিশ্বকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয় বৈঠকে। শনিবার বৈঠকের দ্বিতীয় দিনের আলোচনায় গুরুত্ব পাবে পরিবেশ ও জলবায়ু ইস্যুটি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply