জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুরে, ৩৫টি গ্রাউন্ডে এই আবেদন করে খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন তার আইনজীবীরা। পাশাপাশি, রায়ের পর্যবেক্ষণে অস্পষ্টতার বিষয়ে বিচারক ড. আখতারুজ্জামানের কাছে আবেদন নিয়ে যাচ্ছেন বিএনপির আইনজীবী দল। গতকাল বিকেলে রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর, আজ সকাল থেকে দফায় দফায় বৈঠক করেন খালেদা জিয়ার আইনজীবীরা। সেখানে, খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া আদালতের পর্যবেক্ষণ অসত্য বলে অভিযোগ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
নথিপত্রসহ ১২২৩ পৃষ্ঠার ওই আবেদনে আইনজীবী হিসেবে আবদুর রেজাক খানের নাম রয়েছে। সাজার রায়ের বিরুদ্ধে ৪৪টি যুক্তি দেখিয়ে খালেদা জিয়ার খালাস চাওয়া হয়েছে ওই আবেদনে।
খালেদা জিয়ার অপর একজন আইনজীবী জানান, আপিল শুনানির জন্য তারিখ ঠিক হলেই আমরা খালেদা জিয়ার জামিনের আবেদন করব।
ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply