টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।
মৌসুমী মাহমুদা নামের ওই নারী আজ শনিবার (১২ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ওই নারী লিখিত বক্তব্যে বলেন, গত বছর উচ্চশিক্ষার জন্য আমি দেশের বাইরে যাওয়ার জন্য নিজের ৬ শতাংশ বাড়ি বিক্রির চেষ্টা করি। কিন্তু বাড়ি কিনতে আসা ক্রেতারা আমার সাথে কথা বলে যাওয়ার পর বর্তমান কাউন্সিলর মোর্শেদ তাদের আমার বাড়ি না কেনার জন্য হুমকি দেন।
ওই নারী অভিযোগ করে বলেন, মোর্শেদ ২০-২৫ লাখ টাকার বিনিময়ে আমার কোটি টাকার বাড়ি কিনে নিতে চাইছেন। অন্য কারো কাছে বাড়ি বিক্রি করলে তাকে মোটা অংকের চাঁদা দিতে হবে। অন্যথায় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে মৌসুমী মাহমুদা আরও বলেন, মোর্শেদের হুমকিতে নিজের বাড়িতে বসবাস করতে পারি না। শহরে অন্যের বাসায় ভাড়া থাকতে হয়। বিষয়টি নিয়ে আমি অনেকের সাথে যোগাযোগ করে কোনো সুরাহা পাইনি। তাই আমি নিজের জীবনের নিরাপত্তা চাই।
Leave a reply