লালবাগে দুধ ছাড়াই বানানো হচ্ছে নামিদামি ব্রান্ডের ঘি!

|

দুধের কোনো অস্তিত্ব নেই অথচ তৈরি হচ্ছে শত শত কেজি ঘি। হাস্যকর ও আশ্চর্যজনক শোনালেও এটিই চলছিল রাজধানীর লালবাগের একটি কারখানায়। শনিবার দুপুরে ওই কারখানায় অভিযান চালায় ডিবি পুলিশ।

পুলিশ জানায়, পোড়া তেল, ডালডা ও সয়াবিন দিয়ে বানানো হচ্ছে ঘি। ঘিয়ের রং আনতে ব্যবহার হচ্ছে শিমুল তুলার নির্যাস। দীর্ঘ ১২ বছর ধরে সালাম নামে এক ব্যক্তি এই কারখানা চালাতো। ৬/৭ জন কর্মচারী দিয়ে ভেজাল ঘি বানানোর কাজ চলতো।

এদিকে, দুই বছর আগে এই অপরাধে একবার গ্রেফতার হয়েছিলেন সালাম। পরে আবার শুরু করে ভেজাল ঘি তৈরি। দেশের নামি-দামি সব ব্রান্ডের নামে বাজারে ছাড়া হতো ভেজাল এই ঘি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply