সিলেট ব্যুরো:
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এবারও পালিত হবেনা হযরত শাহজালাল (র.)’র মাজারের পবিত্র ওরস। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্ত জানায় দরগাহ কর্তৃপক্ষ।
হযরত শাহজালাল (রহ) দরগাহের মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান জানান, আগামী ১ ও ২ জুলাই তারিখে ৭০২ তম ওরস মোবারক যথাযথ আনুষ্ঠানিকতায় পালিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় অন্যান্য বছরের মতো পালন করা হবেনা। শুধু রেওয়াজ অনুযায়ী গিলাফ চরানো সহ অন্য আনুষ্ঠানিকতা পালন করবে কর্তৃপক্ষ। ভক্ত ও আশেকানদের স্বস্ব স্থানে থেকে ইবাদত বন্দেগি পালনের অনুরোধ জানান তিনি।
এর আগে করোনা পরিস্থিতিতে গতবছরও ৭০১ তম ওরস মোবারকর আনুষ্ঠানিকতা পালন করা হয়নি।
দরগাহ কর্তৃপক্ষ জানায়, করোনার কারণে কর্তৃপক্ষ হাতেগোনা কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে কঠোর স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা পালিত হবে। ওই তারিখে ভক্ত আশেকানসহ সর্বসাধারণের জমায়েত না করার অনুরোধ জানানো হয়েছে।
Leave a reply