মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন ছাড়া খেলে ফিনল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারলো ডেনমার্ক। ইউরো ২০২০ এর ডেনমার্ক বনাম ফিনল্যান্ড এর ম্যাচে হঠাৎই মাঠে ঢলে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ঘটনার পরপরই উয়েফার পক্ষ থেকে খেলাটি স্থগিত করা হলেও পরবর্তীতে খেলোয়াড়দের অনুরোধে পুনরায় খেলা শুরু হয়।
বাংলাদেশ সময় সাড়ে ১২টার পর ম্যাচটি পুনরায় শুরু হয়। এরিকসেনের অসুস্থতার কারণে প্রথমার্ধে যে ৫ মিনিট খেলা হয়নি সেখান থেকেই শুরু হয় ম্যাচ। এরপর ৫ মিনিট বিরতি দিয়ে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।
প্রথমার্ধের খেলা গোল শুন্য ড্র থাকলেও ম্যাচের ৫৯ মিনিটে ফিনল্যান্ডের খেলোয়াড় উরুনেনের সহযোগিতায় ম্যাচের প্রথম ও একমাত্র গোলটি করেন পোজানপালো। এরপর কিছু আক্রমণ ও পাল্টা আক্রমণ হলেও দুই দলের কেউই আর গোল করতে পারেনি। ৯০ মিনিট শেষে ১-০ তে খেলাটি জিতে নেয় ফিনল্যান্ড।
Leave a reply