প্রধানমন্ত্রী হোটেলে রুম ভাড়া করতে চেয়েছেন কিন্তু রুম ফাঁকা নেই এই কারণে তাকে রুম দেয়া হয়নি। শুনতে অবাক লাগলেও এই ঘটনা ঘটেছে ভারতের মহীশূরে।
সংবাদ মাধ্যেম দি টেলিগ্রাফ সূত্রে জানা যায়, একদিনের মহীশূর সফরে এসে বিখ্যাত ললিতা মহল প্যালেসে রুম চাওয়া হয়েছিল মোদীর জন্য। দেশের সবচেয়ে ক্ষমতাবান মানুষের প্রস্তাব ফিরিয়ে দেয় ললিতা মহল প্যালেস। শেষমেশ ললিতা মহল হোটেলের ঘর না পেয়ে র্যাডিসন ব্লু হোটেলে ঘর বুক করা হয় মোদী এবং তাঁর নিরাপত্তরক্ষীদের জন্য।
ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফকে ললিতা মহল প্যালেসের জেনারেল ম্যানেজার জোসেফ ম্যাথিয়াস জানিয়েছেন, ‘‘ডেপুটি কমিশনারের অফিস থেকে প্রধানমন্ত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীদের জন্য ঘর বুক করতে এসেছিলেন এক অফিসার। আমাদের পক্ষে প্রধানমন্ত্রীর জন্য ঘর বরাদ্দ করা সম্ভব হয়নি। একটি বিয়ের জন্য অনেক আগে থেকেই ঘর বুক করে রাখা হয়েছিল। প্রায় সবক’টি ঘরই বুক করা হয়ে গিয়েছিল।’’
এদিকে ২০১৬-তেই মোদী এসে উঠেছিলেন এই হোটেলে। চামুন্ডি হিলের পাদদেশে অবস্থিত এই হোটেল। ব্রিটিশ অতিথি, ভাইসরয়ের মতো ব্যক্তিত্বদের জন্যই ১৯৩১ সালে মহীশূরের মহারাজা তৈরি করেছিলেন এই হোটেল।
Leave a reply