সাগরে লঘুচাপের কারণে চট্টগ্রাম-কক্সবাজার-মোংলা’সহ উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি আছে। মাছ ধরার নৌকা-ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
এই মুহূর্তে উপকূলের আকাশে মেঘ আছে। স্থানীয় জেলেদের সমুদ্রে মাছ ধরার ব্যাপারে বিধিনিষেধ দেওয়া হয়েছে। জেলেরা পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করছেন। এছাড়াও উপকূলীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকার ব্যাপারে কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে।
এর আগে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে বলে জানানো হয়েছিলো। এর প্রভাবে দেশের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও আবহাওয়া অধিদফতর পূর্বাভাস দিয়েছে।
Leave a reply